নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পুনে টেস্টে ভারতের পাহাড়সমান রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৭৫ রানে গুটিয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। এর আগে মাত্র ১৬২ রানে ৮ উইকেট বিপাকে পড়ে আফ্রিকা। আফ্রিকার হয়ে লড়াই চালিয়ে যান কেবল মহারাজ আর ফিল্যান্ডার। কিন্তু শেষ বিকেলে অশ্বিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের।
ভারতের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হারার পরে দ্বিতীয় টেস্টেও সুবিধা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ব্যাটসম্যানদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয় সফরকারীদের। মাত্র ৫ উইকেট হারিয়ে ৬০১ রানের পাহাড়সমান স্কোর দাঁড় করায় ভারত।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে খাঁদের কিনারায় চলে যায় ফাফ ডু প্লেসিসের দল। প্রতিরোধ গড়ার চেষ্টা করে নিজেও হয়েছেন ব্যর্থ আফ্রিকান অধিনায়ক। শেষ দিকে মহারাজ ও ফিল্যান্ডার একটি ভালো জুটি গড়লেও অশ্বিনের আঘাতে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ার সেরা ৭২ রান করে মহারাজ আউট হলেও ৪৪ রান করে অপরাজিত থাকেন ফিল্যান্ডার। দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার পরেই তৃতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। ভারত এগিয়ে আছে ৩২৬ রানে।
স্কোর :
দক্ষিণ আফ্রিকা : প্রথম ইনিংস : ২৭৫/১০ (১০৫.৪ ওভার) মহারাজ ৭২, ডু প্লেসিস ৬৪, ফিল্যান্ডার* ; অশ্বিন ৪/৬৯, যাদব ৩/৩৭।
ভারত : প্রথম ইনিংস : ৬০১/৫ (১৫৬.৩) কোহলি ২৫৪*, আগারওয়াল ১০৮, জাদেজা ৯১ ; রাবাদা ৩/৯৩।