https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের গতি তারকা তাসকিন আহমেদ সুযোগ পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন। প্রায় দুই বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন তিনি।
এর আগে ৩৫ সদস্যের কন্ডিশনিং ক্যাম্পে সুযোগ পেয়ে ল্যাঙ্গেভেল্টকে প্রচুর প্রশ্ন করেছেন জানার জন্য। কীভাবে নিজের উন্নতি করা যায় সব কিছুই জানার চেষ্টা করেছেন তাসকিন। শেষ পর্যন্ত ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট জানিয়েছেন তাসকিনের ব্যাপারে। ল্যাঙ্গেভেল্ট বলেন, ‘আমাকে সবসময় প্রশ্ন জিজ্ঞেস করে তাসকিন। দলের অন্য বোলাররাও প্রশ্ন করেছে।’
তাসকিনের ব্যাপারে আগে থেকেই ল্যাঙ্গেভেল্ট আগ্রহী ছিলেন বলেও জানান তিনি। ‘ম্যাচের আগে তাকে (তাসকিন) নিয়ে আমি অনেক আগ্রহী ছিলাম। লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছে। দ্বিতীয় নতুন বলে অবশ্য স্ট্রাগল করেছে কিছুটা। এর কারন হল লম্বা সময় পর সে ক্রিকেট খেলেছে।’