https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। লো স্কোরিং ম্যাচে ভারতের জয় ৪ উইকেটের।
টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং এভিন লুইস দুইজনেই ফিরে যান খালি হাতে। নিকোলাস পুরান ও শিমরন হেটমেয়ার কিছুটা সামাল দেয়ার চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ২০ রানে পুরানকে সাজঘরে ফেরত পাঠান অভিসিক্ত নবদ্বীপ শাইনি। অন্যদিকে ৪৯ বলে ৪৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শিমরন হেটমেয়ারও। পুরান ও হেটমেয়ার ব্যতীত দলের বাকী ৯ ব্যাটসম্যানই এদিন নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ থামে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪ রান ও ব্যক্তিগত ১ রানেই ফিরে যান শিখর ধাওয়ান। বিরাট খলির সাথে ২৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফিরেন রোহিত শর্মাও। কোনো রান না করেই এদিন ফেরত যান রিশাব পান্ত। বিরাট কোহলি এবং মানিশ পান্ডে দুজনেই সমান ১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরলে বাকি কাজটুকু করেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। ইনিংসের ১৬ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।