নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লেগ-স্পিনার না খেলানোর ব্যাখ্যায় বরখাস্ত দুই কোচ শনিবার (১৯ অক্টোবর) বিসিবিকে বলেছে দলীয় কম্বিনেশনের কারণেই খেলানো হয়নি লেগ-স্পিনারকে।
সারাবিশ্ব এখন লেগ স্পিনারদের বোলিং ভেলকিতে বুঁদ। শুধু বাংলাদেশ বাদে ছোট বড় প্রতিটি দলে আছে বিশ্বমানের কয়েকজন করে লেগ-স্পিনার। যাদের মোহনীয় বোলিংয়ে মুখ থুবড়ে পড়ছেন বাঘা বাঘা সব ব্যাটসম্যান। অথচ বাংলাদেশে বিশ্বমানের লেগ-স্পিনার পাওয়া তো দূরের কথা একজন ভালোমানের লেগ-স্পিনারও পাওয়া যায় না। তাই বিসিবি এবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিয়ম করে দিয়েছে প্রতি দলেই একজন করে লেগ-স্পিনার নামানো ব্যাধ্যতামূলক। কিন্তু এনসিএল শুরু হলে দেখা যায় ঢাকা ও রংপুর বিভাগ সে শর্ত পূরণ করেনি প্রথম রাউন্ডে। ফলে বিসিবি শাস্তি হিসেবে দুই দলের কোচকে দিয়েছে সরিয়ে।
পরে এ বিষয়ে ব্যাখ্যা করার জন্য বিসিবি তাদেরকে তলব করেছে। তারা শনিবার তাদের ব্যাখ্যায় বলেছে দলীয় কম্বিনেশনের কারণেই জায়গা হয়নি লেগ-স্পিনারের। এছাড়া উইকেটে ঘাস থাকাও ছিল অন্যতম একটা কারণ। ঢাকা বিভাগের কোচ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি অধিনায়ককে বলেছি একজন লেগ স্পিনার নামানোর জন্য। কিন্তু অধিনায়ক রাজি হয়নি। এছাড়া সহ-অধিনায়ক ও ম্যানেজারও রাজি ছিলেন না। সবাই মিলেই দল সাজানো হয়েছে। তাই আমার একার পক্ষে লেগ-স্পিনার নামানো সম্ভব না।’
অন্যদিকে রংপুর বিভাগের কোচ মাসুদ পারভেজ রাজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ওনাকে পাওয়া যায়নি মুঠোফোনে।
উল্লেখ্য, আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও একজন করে লেগ-স্পিনার খেলা বাধ্যতামূলক করা হয়েছে।