লিডার’স কাপের পর্দা উঠছে আগামীকাল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। শেখ মুজিবুর রহমান এর প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন। সেই সাথে বঙ্গবন্ধুর প্রায়ত তিন ছেলেকেও স্মরন করা হবে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে।উক্ত টুর্নামেন্টের নামকরন করা হয়েছে লিডার’স কাপ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী তিন দলের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধুর তিন ছেলের নামে। দল গুলোর নাম হলো শেখ কামাল চ্যালেজার্স, শেখ জামাল ওয়ারিয়র্স, শেখ রাসেল ড্রিমার্স।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে লিডার’স কাপের পর্দা উঠবে আগামীকাল। রাজধানীর বনানীতে অবস্থিত শহীদ যায়ান স্মৃতি ক্রিকেট মাঠে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে টুর্নামেন্ট। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রধান সমন্বয়ক এবং এফবিসিআই প্রেসিডেন্ট জনাব ফজলে ফাহিম লিডারস কাপের আনুষ্ঠানিক ঘোষনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসাবে থাকবে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল।উক্তো অনুষ্ঠানে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজু আহমেদ রাজ প্রতিবন্ধী খেলোয়াড়গন এবং দেশের ক্রিড়াঅঙ্গন এবং রাজনৈতিক অঙ্গনের সনামধন্য এবং উল্লখযোগ্য ব্যাক্তিগন উপস্থিত থাকবেন!

উল্লেখ্য দীর্ঘদিন যাবত গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ক্রিকেটীয় কার্যক্রম এর সাথে বিভিন্ন প্রকার সামাজিক কাজ করে যাচ্ছে। দেশ এবং দেশের বাইরে বিভিন্ন টূর্নামেন্টে অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হওয়া মৈত্রী সিরিজে চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করেছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।

লিডারস কাপের জন্য দেশের আট বিভাগ থেকে প্লেয়ার হান্টিং এর মাধ্যমে ৪৫ জন ফিজিক্যাল চ্যালেঞ্জড খেলোয়াড় বাচাই করা হয়। গত ২ মার্চ বিকাল ৪ টায় এফবিসিআই এর অডিটোরিয়ামে লিডারস কাপের জার্সি উন্মোচন করা হয়। ১০ই মার্চ শেখ যায়ান চৌধুরী স্মৃতি ক্রিকেট মাঠে টূর্নামেন্টের উদ্বোধন করা হবে এবং ১১ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টূর্নামেন্টের পর্দা নামবে লিডার’স কাপের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »