লিটন কেন টেস্ট দলে? কারণ জানালেন প্রধান নির্বাচক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হয় বাংলাদেশ দল। ব্যর্থতার মিছিলে শামিল ছিলেন লিটন দাসও। টেস্টের আগে ওয়ানডে সিরিজে রান পাচ্ছিলেন না লিটন। সর্বশেষ দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হন তিনি। যার কারণে তাকে বাদ দেওয়া হয় ওয়ানডে দল থেকে।

ওয়ানডে থেকে লিটনকে বাদ দেওয়ার বিষয় ব্যাখ্যা করেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেই লিটনকেই টেস্ট দলে রাখা নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে। বাদ দেওয়ার মতো লিটনকে দলে রাখার ব্যাপারেও নিজের অবস্থান স্পষ্ট করেন লিপু।

মিরপুরে আজ শুক্রবার (৫ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক। সেখানেই তিনি জানালেন, কেন ব্যর্থতার পরেও লিটনকে দলে রেখেছেন নির্বাচকরা। লিপু জানান, তারা ভেবেছিলেন, লিটনের অভিজ্ঞতা কাজে দেবে।

প্রধান নির্বাচক বলেন, ‘লিটন ফর্মে নেই। তবুও, আমরা তাকে দলে রেখেছিলাম, ভেবেছিলাম তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। বিশেষত, চট্টগ্রাম টেস্টে সাকিব ফিরেছিল। আমরা চেয়েছিলাম তার সঙ্গে লিটন থাকলে একটু অভিজ্ঞতা যোগ হবে। তা ছাড়া, ওয়ানডে দল থেকে বাদ দেওয়ায় হয়তো অনুতপ্ত হবে সে। সবমিলিয়েই তাকে টেস্ট দলে রাখা হয়েছিল।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »