লিংকনের হাতেগড়া চট্টগ্রামের জার্সি! যেন এক টুকরো বাংলাদেশ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্ব মানচিত্রে জন্ম নেওয়া বাংলাদেশ নামটির পিছনে যে সকল ঐতিহাসিক চিত্রায়ণ রয়েছে সেগুলোর প্রতিচ্ছবি বিজয়ের ৫০ বছর উদযাপনে উজ্জ্বল ইতিহাসকে আরো প্রানবন্ত করে তোলা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে। নিপুণ হাতে চট্টগ্রাম দলের এই জার্সিতে এক টুকরো বাংলাদেশ ফুটিয়ে তোলা সেই মানুষটি হলেন দেশের অন্যতম আইকনিক ডিজাইনার সেজান লিংকন।

ভাষা আন্দোলন ছাড়াও বিজয়ের ৫০ বছর উদযাপনের চেতনা সমুন্নত রাখতে রক্তে আঁকা এদেশের মানচিত্র,জাতীয় স্মৃতিসৌধ এবং জয় বাংলা যেগুলো জার্সির বুক জুড়ে ধাপে ধাপে নকশা রূপন করে ফুটিয়ে তুলেছেন সেজান লিংকন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে এক টুকরো বাংলাদেশ ফুটিয়ে তোলার রহস্য জানতে চাইলে নিউজক্রিকেট টুয়েন্টিফোরকে লিংকন জানান: আসলে আমি এই ডিজাইনটি স্বাধীনতা ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর কথা মাথার রেখে করেছিলাম। দেশের প্রতি সবার’ই একটা আলাদা আবেগ কাজ করে। আমি এই ডিজাইনটিতে আমার মাতৃভূমির ইতিহাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এই থিমটি বানিয়েছিলাম আরো আগে। ক্রিকেট বোর্ড আমার এই ডিজাইনটি গ্রহণ করেনি তখন। আর তাই যখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমার কাছে ইউনিক কোন ডিজাইন চায়, আমার কাছে এর চাইতে সেরা অন্য কিছুকে মনে হয়নি।আমি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এই থিমটি দেওয়ার সাথে সাথে ওরা আর দ্বিতীয় কোন অপশন চায়নি। এই থিমটি দেখামাত্রই এটিকেই চুড়ান্ত করে নেয়। আমি চেয়েছিলাম আমার ডিজাইনের মাধ্যমে দেশকে সংক্ষিপ্ত ভাবে ফুটিয়ে তুলতে, আর জার্সি উন্মোচন শেষে চারদিকে সবার পজেটিভ রিভিউ দেখে আমার মনে হচ্ছে আমি যে আবেগের জায়গা থেকে এই থিমটি বানিয়েছি সেটা সফল হয়েছে।

দেশের অন্যতম সেরা এই ডিজাইনারের গল্পটি সবারই জানা। ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সহযোগীতায় গ্রামীণ ফোন আয়োজিত জার্সি উৎসব প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের জার্সি জগতে আইকনিক হয়ে উঠেন তিনি।

সেজান লিংকনের দেশের প্রতি ভালবাসা, দেশাত্মবোধ এবং ইতিহাস তারণ্যের মাঝে উজ্জীবিত করার লক্ষ্যেই এমন নকশা তারই ইঙ্গিত বহন করে।এছাড়াও ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের জার্সিতেও স্বাধীনতা ও গৌরবের গল্প বুনেছিলেন জার্সির ডিজাইন জগতের এই আইকনিক শিল্পী  সেজান লিংকন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »