ক্রীড়া প্রতিবেদক »
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সাকিবের দলই সবার নিশ্চিত করেছে সুপার ফোর। এশিয়া কাপে সুপার ফোরে খেরদে দলের সঙ্গে যোগ দিতে লাহোরে যাচ্ছেন ওপেনার লিটন দাস। আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) রাতেই পাকিস্তান যাচ্ছেন লিটন দাস। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯টা ১৫ মিনিটে দেশ ছাড়ার কথা রয়েছে লিটনের।
জ্বরের কারণে এশিয়া কাপে খেলার জন্য দলের সঙ্গে যেতে পারেননি লিটন। সুস্থ না হওয়ায় পরে এশিয়া কাপের দল থেকেই বাদ দেয়া জয় লিটনকে। বদলি হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয় নতুন করে ডাক পাওয়া ক্রিকেটার এনামুল হক বিজয়। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দল জায়গা করে নিলে লিটন দলের সঙ্গে যোগ দিতে পারেন এমন গুঞ্জন শোনা যায়। পরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বিষয়টি নিশ্চিত করেন।
লিটন সুস্থ হয়ে ওঠায় এশিয়া কাপে খেলা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। তবে, এখানে নিয়মের জটিলতায় পড়তে হবে বাংলাদেশকে। লিটনের বিকল্প হিসেবে এনামুল হক বিজয়কে দলে নেওয়া হয়েছে। তাই লিটন এখন ১৭ জনের স্কোয়াডের বাইরের ক্রিকেটার। লিটনকে দলে নিতে হলে এখন স্কোয়াড থেকে একজনকে বাদ দিতে হবে। এজন্য এসিসির বিশেষ অনুমতির প্রয়োজন। কোন প্রক্রিয়ায় এবং কাকে বাদ দেওয়া হবে সে ব্যাপারে এসিসির সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি। এসিসি’র মতামতের অপেক্ষায় বিসিবি।
আরএ/নিউজক্রিকেট২৪