নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডকে হারিয়ে টানা ২য় বারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর এই ম্যাচে থাইল্যান্ডকে হারানোয় কোয়ালিফায়ার ১ হিসেবে বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলার বাঘিনীরা।
তবে এই গ্রুপে রয়েছে অনেক কঠিন প্রতিপক্ষ। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে আছে শক্তিশালী ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সালমা-জাহানারাদের। আর এই ম্যাচটি হবে পার্থের ঐতিহাসিক ওয়াকা স্টেডিয়ামে। এরপর আগামী ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরার ম্যানুকা ওভালে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।
আগামী ২৯ ফেব্রুয়ারি মেলর্বোনের জাংশন ওভালে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর মার্চের ২ তারিখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিও খেলবে এই মাঠেই। আগামী ২৪ ফেব্রুয়ারি পার্থের ঐতিহাসিক ওয়াকা স্টেডিয়ামে বাংলাদেশের যেকোনো দলের হয়ে প্রথমবারের মত ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল।
এর আগে বাংলাদেশের কোন দল এই স্টেডিয়ামে খেলার সুযোগ পায় নি। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ৫টি স্টেডিয়ামের একটি পার্থের এই ওয়াকা গ্রাউন্ড। এই গ্রাউন্ডে সালমা-জাহানারাদের হাত ধরে লাল সবুজের পতাকা উড়বে প্রথমবারের মত।