লারার চেয়ে শচীনকে আউট করাই বেশী কঠিন ছিলোঃ গিলেস্পি

নিউজ ডেস্ক »

শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা দুজনেই সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। আর সেটা সবারই জানা। ইডেন থেকে মেলবোর্ন, আর মেলবোর্ন থেকে লর্ডস, সব যেনো তাদের কীর্তি ছড়ানো সারা বিশ্বব্যাপী।

ওয়াসিম আকরাম, শোয়েব আক্তার, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লির মতো অনেক বাঘা-বাঘা বোলারের দিনের পর দিন ঘুম হারাম করেছেন এই দুইজন।
অনেকে হয়তো গভীর চিন্তা করে ভেবেছেন, কিভাবে তাদের সহজে সাজঘরে পাঠানো যায়।

তবে তাদের তুলনা করে এই দুই কিংবদন্তির মধ্যে একজনকে বাছাই করা কঠিনই হবে। সাবেক অজি তারকা পেসার জেসন গিলেস্পি অবশ্য সেই কঠিন অসাধ্য সাধন করেছেন। তার ভাষ্যমতে ভারতের লিটল মাস্টারকে আউট করাই ছিল বেশী কঠিন।

গিলেস্পি বলেন, ‘তাদের দুজনকে আউট করা সত্যিই অনেক কঠিন ছিল। কারণ দুজনের খেলার ধরণ আলাদা এবং খেলোয়াড়ের ধরণ ও আলাদা। আমার কেনো জানি সব সময় মনে হতো শচীনকে আউট করা স্বাভাবিকভাবে বেশি কঠিন ছিলো।’

জেসন গিলেস্পি অস্ট্রেলিয়ার এই তারকা পেসার ৭১ টেস্ট ও ৯৭ ওয়ানডে খেলে যথাক্রমে ২৫৯ ও ১৪২ উইকেট শিকার করেছেন।

১১:০০ এএম

নিউজক্রিকেট/এসএস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »