লাইভ অনুষ্ঠান চলাকালেই অসুস্থ হয়ে মাঠ ছাড়লেন ভিভ রিচার্ডস

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

জ্যামাইকাতে উইন্ডিজ বনাম ভারতের মধ্যকার টেস্ট ম্যাচ শুরুর আগে মাঠের মধ্যেই একটি লাইভ অনুষ্ঠানে অংশ নেন ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস। গ্রায়েম সোয়াম এবং অজয় জাদেজার সাথে এই লাইভ অনুষ্ঠান চলাকালেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরস্থিতি এতটাই খারাপ ছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না তিনি।

এমন সময় তাকে নেয়ার জন্য স্ট্রেচার নিয়ে আসা হলে স্ট্রেচারে করে যাননি তিনি। কিছুক্ষণ পর কিছুটা স্বস্তি বোধ করায় দুজনের কাঁধে ভর করেই মাঠ ছাড়েন তিনি।

অতিরিক্ত গরমেই এমন অবস্থা হয়েছে রিচার্ডসের এমনটাই ধারণা করছেন চিকিৎসকরা। পানি শূন্যতার কারনেই এমনটা হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে রিচার্ডসকে চিকিৎসকরা রেখেছেন পর্যবেক্ষণে।

উল্লেখ্য, তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজ দল বড় পরাজয় বরণ করে নিয়েছে টিম ইন্ডিয়ার কাছে। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে দলটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »