লর্ডসের ফাইনালে, সৌরভের সঙ্গে ভেটরি-লক্ষণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইংল্যান্ডের লর্ডস গ্রাউন্ডে হবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুই আসরের ফাইনাল। যা অনুষ্ঠিত হবে আগামী ২০২৩ ও ২০২৫ সালে। বার্মিংহামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল লর্ডসে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয় সাউদাম্পটনে। যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

আইসিসি বোর্ড পুরুষ ও নারী ক্রিকেটারদের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করলেও তা প্রকাশ করেনি। দ্রুতই সেটি প্রকাশ করা হবে বলে জানায় আইসিসি।
আইসিসির মেন্স ক্রিকেট কমিটিতে যুক্ত করা হয়েছে ড্যানিয়েল ভেটরি ও ভিভিএস লক্ষণকে। বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও ভারতের সাবেক ব্যাটার। তারা দুজনেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কাজ করবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »