লন্ডনে বিসিবি বসের সফল অস্ত্রোপচার হয়েছে

নিউজ ডেস্ক »

গতকাল ৮ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই হিসেবে গতকাল লন্ডনে তার অস্ত্রোপচার হয়েছে। সফলভাবে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক জালাল ইউনুস দেশের সংবাদ মাধ্যম জাগো নিউজকে জানিয়েছে পাপনের অপারেশন সফল হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন।

জালাল ইউনুস বলেন, ‘বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর উনার অপারেশন সম্পূর্ণ হয়। এখানে আমাদের পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আছেন। তিনি আমাকে জানিয়েছেন সভাপতি সাহেব ভালো আছেন এবং তার অপারেশন সফল হয়েছে।’

জালাল ইউনূস আরও জানিয়েছেন বিসিবি সভাপতির সাথে তার স্ত্রী ও মেয়ে আছে।‌ তারা তার দেখভাল করছেন। বিসিবি থেকে ইসমাইল হায়দার মল্লিক।

উল্লেখ্য, নাজমুল হাসান পাপন অনেকদিন ধরে প্রোস্টেট রোগে ভুগছিলেন। এটি তার পুরনো ও অনেকদিন কার একটি রোগ। তিনি বিভিন্ন সময় দেশের বাইরে গিয়ে এর চেকআপ করাতেন ‌। তুমি এবারে চিকিৎসার জন্য কত ২১শে জুন দেশত্যাগ করেন। এরপর দিন কোয়ারেন্টাইন শেষে ৪ তারিখ থেকে তার চিকিৎসা শুরু করেন।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »