লজ্জার রেকর্ডে শীর্ষে বিজয়!

মারুফ ইসলাম ইফতি »

সব রেকর্ড মর্যাদার হয়না, কিছু রেকর্ড লজ্জাজনকও হয়।ইমরল কায়েসকে টপকে এইরকম লজ্জাজনক একটি রেকর্ডের শীর্ষে উঠে এসেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসমান এনামুল হক বিজয়।বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ইতিহাসে এই মুহুর্তে সর্বাধিক ‘ডাকের’ একক মালিক এই মুহুর্তে এনামুল হক বিজয়।

বিপিএল ইতিহাসে সর্বাধিক ১১ বার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটসমান।এতদিন স্বদেশী ইমরুল কায়েসের সাথে এই লজ্জাজনক রেকর্ডে যৌথভাবে শীর্ষে অবস্থান করলেও আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে শূন্য রানে আউট হয়ে ইকরুল কায়েসকে (১০) টপকে এই লজ্জার রেকর্ডের শীর্ষে উঠে এসেছেন বিজয়।

উল্লেখ্য, ১১টি শূন্য নিয়ে শীর্ষে থাকা এনামুল হক বিজয়ের পর ১০ শূন্য নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইমরুল কায়েস, এরপরের জায়গাটি সাব্বির রহমানের,বিপিএলে সাব্বির ডাকের সংখ্যা ৯টি।
৮ শূন্য নিয়ে এই তালিকার চার নাম্বারে আছেন বিপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফিও।এছাড়া তালিকার পঞ্চম স্থানে আছেন টাইগার পেসার রুবেল হোসেন, বিপিএলে তার শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতা আছে ৭ বার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »