লজ্জার রেকর্ডের সামনে আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপে আজ নিজেদের ৭ম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। সোমবার সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

আজকের ম্যাচে টাইগারদের কাছে হারলে লজ্জার রেকর্ডে নিজেদের নাম লেখাবে গুলবাদিন নাইবের দল। কেননা, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা নিজেদের ৬টি ম্যাচের সবকয়টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আফগানিস্তান। এরই মধ্যে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে। আর আজ হারলে জিম্বাবুয়ের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ডে ভাগ বসাবে তারা।

১৯৯২ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৮ ম্যাচের প্রথম ৭ টিতেই হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। অবশ্য শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের একমাত্র জয় পায় অ্যান্ডি ফ্লাওয়ারের দল। এখন দেখার বিষয় এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড এড়াতে পারেন কিনা আফগান’রা!

এদিকে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট ৯টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই আজ সহ সামনের কোন ম্যাচ জিততে না পারলে জিম্বাবুয়ের রেকর্ড ভেঙ্গে লজ্জ্বার আসনে বসতে হবে আফগানদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »