নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঝাঁঝড়া চুলে, বিচিত্র অ্যাকশনে দৌঁড়ে এসে দুর্দান্ত সব ইয়র্কার দেয়ার জন্য ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত শ্রীলঙ্কান কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গা। তাঁর দুর্দান্ত সব ইয়র্কারে সবসময়ের জন্যই কুপোকাত হয়ে এসেছে বিশ্বের নামীদামি সব ব্যাটসম্যানেরা। ক্যারিয়ারটা প্রায় শেষের দিকেই যদিও ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়েছেন ইতিমধ্যেই। তবে এখনো খেলে যাচ্ছেন ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট টি-২০ তে খেলবেন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
ওয়ানডে ও টেস্ট থেকে মালিঙ্গার বিদায়ের পর তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে শ্রীলঙ্কা। তবে তাদের জন্য আসছে নতুন সুসংবাদ। শ্রীলঙ্কার এক কলেজ ক্রিকেটে দেখা মিলেছে লাসিথ মালিঙ্গার প্রতিরুপ এক বোলার। বলা হচ্ছে লাসিথ মালিঙ্গার প্রায় সব গুনাগুনই তার মাঝে আছে। ১৭ বছর বয়সী তরুণ এই পেসারের নাম মাথিশা পাথিরানা। তার বোলিং অ্যাকশন ও দুর্দান্ত সব ইয়র্কারে ইতিমধ্যে হৈ চৈ ফেলেছে শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে।
শ্রীলঙ্কার একটি কলেজ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ঘটিয়েছেন লঙ্কা কান্ড। ক্যান্ডির ট্রিনিটি কলেজের হয়ে খেলতে নেমে মাত্র ৭ রানের বিনিময়ে পেয়েছেন ৬ উইকেট। তবে তাঁর ৭ রানে ৬ উইকেট নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তাঁর থেকে বেশি আলোচনা হচ্ছে তাঁর বোলিং অ্যাকশন, ইয়র্কার, ব্যাটসম্যানকে বোকা বানানোর সিস্টেম নিয়ে। তাকে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেয়া হয়েছে নতুন মালিঙ্গার তকমা। তবে শ্রীলঙ্কার ক্রিকেটে মালিঙ্গার অভাব কতটুকু পূরণ করতে পারবেন এটাই দেখার বিষয়। এরই মাঝে প্রভিনশিয়াল টুর্নামেন্ট খেলার জন্য ডাকা হয়েছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব – ১৯ দলে।