https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৬তম ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে হলে ব্যাট বলের লড়াই ছাড়াও জয় করতে হবে আরও দুটি বাধাকে।
স্বপ্নের বিশ্বকাপের শুরুটা টাইগাররা করেছিল স্বপ্নের মতই দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলকে হারিয়ে। ত্রিদেশীয় সিরিজের ফর্ম ব্যাটসম্যানরা ধরে রেখেছিলেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে। তবে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বোলিংয়ে ঝাঁঝ দেখিয়েছিলেন টাইগার বোলাররা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যেন সেটিও মাঠে মারা গেল। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই কুপোকাত হয়েছেন টাইগার ক্রিকেটাররা।
এবার সামনে এসেছে শ্রীলঙ্কা। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ব্রিস্টলের আবহাওয়া ক্রিকেটের অনুকূলে যে থাকবে না সেই আভাস আবহাওয়া দপ্তর দিয়েছে বেশ আগেই। বৃষ্টির জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা কেউই করতে পারেননি প্র্যাকটিস পর্যন্ত। ফলে নিজেদের ঝালাই করতে হয়েছে ইনডোরে। ইনডোরে কতটা নিজেদের প্রস্তুতি সারতে পেরেছেন ক্রিকেটাররা সেটা দেখা যাবে মাঠের লড়াইয়েই।
বাংলাদেশ দলের জয়ের ক্ষেত্রে তৃতীয় বাধা হতে পারেন বর্তমানে লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের সাথে দীর্ঘ সময় কোচ হিসেবে কাজ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ফলে টাইগারদের নাড়ীনক্ষত্র পরতে পরতে জানা আছে তার। টাইগার ব্যাটসম্যান তামিম কিংবা একসময়ে হাথুরুর প্রিয় ছাত্র সৌম্যকে কিভাবে ঘায়েল করতে হবে সেই ছক হয়তো মনে মনে ঠিক করে রেখেছেন তিনি। অন্যদিকে বল হাতে কোন বোলারকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই দাওয়াই তো বেশ আগে থেকেই তার বর্তমান শিষ্যদেরকে দিয়েছেন তিনি।
বাংলাদেশ ত্যাগ করার সময় বেশ সমালোচিত হয়েছিলেন লঙ্কান এই কোচ। সমালোচিত হয়ে ঢাকা ত্যাগ করলেও তার অধীনে টাইগাররা পেয়েছিল সাফল্য। লঙ্কান দলের দায়িত্বও ছেড়ে দিবেন তিনি এমন গুঞ্জন উঠেছিল বেশ কয়েকদিন আগে। কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আগে এই ঝুঁকিটা নেয়নি। বাংলাদেশের লঙ্কা জয়ের ক্ষেত্রে যে হাথুরুসিংহে বড় বাধা হয়েই থাকবেন সেটা আঁচ করা যাচ্ছে আগে থেকেই।