নিউজ ডেস্ক »
স্বাগতিক শ্রীলঙ্কার দেওয়া ১৩১ রানের লক্ষ্যটা মামুলিই ছিলো সফরকারী পাকিস্তানের জন্য। কিন্তু শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ খানিকটা জমিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলো শ্রীলঙ্কান বোলাররা। তবে গল টেস্ট জয় করতে বেগ পেতে হয়নি পাকিস্তানের। আজ দিনের প্রথম সেশনেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৪ উইকেটের এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
গল টেস্টের পঞ্চম দিনের সমীকরণ ছিলো পাকিস্তানের প্রয়োজন ৮৩ রান, শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেটের। ম্যাচটি জিততে উইকেটের বিকল্প ছিলো না স্বাগতিকদের। পঞ্চম দিনের শুরুতেই বাবর আজম ফিরে গেলে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। কিন্তু সে চাপ সামাল দেন দুই ব্যাটার ইমাম ও সাউদ। শেষের দিকে আরো দুটো উইকেট তুলে নিলেও পাকিস্তানই ঠিকই ম্যাচটা জিতে নেয় ৪ উইকেটে। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানি ব্যাটার ইমাম উল হক।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। আর সাউদের ডাবল সেঞ্চুরিতে ৪৬১ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।