https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। শীলঙ্কার বিপক্ষে ম্যাচে রান পাহাড় গড়ে অজিদের জয় রানে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল অজিরা।
৩৩৫ রানের পাহাড় টপকাতে গিয়ে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে দিমুথ করুনারত্নে এবং কুশল পেরেরা মিলে গড়েন ১১৫ রানের বিশাল জুটি। ৩৬ বলে ৫২ রান করে পেরেরা ফিরে গেলেও অপ্র প্রান্তে থাকা করুনারত্নে খেলতে থাকেন খোশ মেজাজে। জীবন মেন্ডিস ও থিরিমান্নেকে নিয়ে আবারও ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকেন করুনারত্নে। তবে দলীয় ১৮৬ রানে ব্যক্তিগত ৯৭ রানে করুনারত্নে বিদায় নিলে বাকি ব্যাটসম্যানরা আর সুবিধা করতে পারেননি। মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা একে একে প্যাভিলিয়নের পথ ধরলে ইনিংসের ২৫ বল বাকি থাকতে ২৪৭ রানে সব কয়টি উইকেট হারায় শ্রীলঙ্কা। ফলে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ৮৭ রানে।
বল হাতে অজিদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মিচেল স্টার্ক ৪টি, রিচার্ডসন ৩টি, প্যাট কামিন্স ২টি এবং বেহারেনড্রফ নেন ১টি করে উইকেট।
এই জয়ে ৫ ম্যাচে ৮ প্যেন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল অস্ট্রেলিয়া।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শুরুটা বেশ ধীর গতির শুরু করে। ডেভিড ওয়ার্নার এদিন ব্যাট চালাতে থাকেন কচ্ছপ গতিতে। ফিঞ্চের সাথে মিলে ৮০ রানের পার্টনারশীপ গড়ে ব্যক্তিগত ২৬ রানে ফিরেন যান ওয়ার্নার। নিজের নামের পাশে ২৬ রান যোগ করতে ওয়ার্নার বল খরচ করেছেন ৪৮টি! অপর প্রান্তে থাকা ফিঞ্চ ছিলেন দুর্দান্ত। তৃতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ স্টিভ স্মিথকে নিয়ে যোগ করেন ১৭৩ রান। ১৩২ বলে ১৫৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে উদানার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান ফিঞ্চ। ওয়ানডেতে ফেতাই ফিঞ্চের ব্যাট হাতে সেরা ইনিংস। এছাড়া ৫৯ বলে ৭৩ রান আসে স্মিথের ব্যাট থেকে। শেষের দিকে গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে খেলেন ৪৬ রানের ক্যামিও। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ করে ৩৩৪ রানের বিশাল সংগ্রহ।
বল হাতে ইসুরু উদানা ২টি, ধনঞ্জয়া ২টি ও মালিঙ্গা নেন ১টি উইকেট।