লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত সাকিব!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

তামিম ইকবাল অফ ফর্মে থাকার কারণে বাংলাদেশে দলের ব্যাটিং বিভাগের দায়িত্বটা একাই কাঁধে তুলে নিয়েছেন সাকিব আল হাসান। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাকি ব্যাটসম্যানরা রান পেলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে সুবিধা করতে পারেননি কোনো ব্যাটসম্যানই।

মুড়িমুড়কির মত যখন টাইগারদের উইকেটের পতন ঘটছিল ইংলিশদের বিপক্ষে তখন ১১৯ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সাকিব। ২৬০ রান নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও বর্তমানে তিনিই। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে কিনা মাঠে নামতে পারবেন না তিনি!

দেশের অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজকে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান একাদশে সাকিবের থাকা নিয়ে সংশয়ের কথা। সুজন বলেন, ‘মাশরাফিকে নিয়ে ভাবনা নেই। একটু সমস্যা থাকলেও সে খেলবে। তবে সাকিবের ব্যথা আছে। সাকিব যে খেলবেই এমন নিশ্চয়তা আমি দিতে পারছি না। সাকিবের খেলা যে অনিশ্চিত তাও বলব না। কি হয় দেখা যাক।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »