লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দুই পরিবর্তন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দল ইতোমধ্যে খেলে ফেলেছে নিজেদের তৃতীয় ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু হলেও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেলেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছিল টাইগাররা। তবে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলে আসতে পারে দুই পরিবর্তন।

প্রথম তিন ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২, নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ফিরেছিলেন খালি হাতেই। তাই পরবর্তী ম্যাচের একাদশে লিটন থাকছেন সেটা এক প্রকার নিশ্চিত।

এদিকে ব্রিস্টলের আবহাওয়া দিচ্ছে বৃষ্টির বার্তা। তাই উইকেট দীর্ঘ সময় ধরে ঢাকা থাকায় সেখান থেকে বাড়তি সুবিধা পাবেন পেসাররা। ফলে স্পিনার মেহেদী হাসান মিরাজের বদলি ক্রিকেটার হিসেবে একাদশে যুক্ত হতে পারেন অভিজ্ঞ পেসার রুবেল হুসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »