লঙ্কানদের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে (আনঅফিসিয়াল) সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা ইমার্জিং দল। বৃষ্টি আইনে শ্রীলঙ্কা জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশ ইমার্জিং দল ২৭০ রানের লক্ষ্য বেধে দিলেও বৃষ্টির কারণে সেটা কমে আসে ১৯৯ রানে। অবশ্য ওভারও নামিয়ে আনা হয় ২৮ এ। এই লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পায় লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান যোগ করার পর ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফিরে যান ওপেনার বয়াগোডা। অপরপ্রান্তে থাকা নিশাকা একাই চালিয়ে যান তাণ্ডব। টাইগার বোলারদের তুলোধুনো করে হাঁকাতে থাকেন বাউন্ডারি। উইকেটরক্ষক ভানুকাকে নিয়ে দলকে জয়ে দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি। ভানুকা ৩২ বলে ৫৫ রান করে আউট হলেও ৭৮ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন নিশাকা। নির্ধারিত ২৮ ওভারের ৪ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে তারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি ও আফিফ হাসান ধ্রুবর ৬৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৯ সংগ্রিহ করে বাংলাদেশ ইমার্জিং দল।

উল্লেখ্য, এই ম্যাচ হারের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশ ইমার্জিং দল সিরিজটি হেরেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »