লক্ষ্যহীন খেলোয়াড় দেখতে চান? নাসিরকে দেখুন!

সানিউজ্জামান সরল »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তরুণ ক্রিকেটার থেকে শুরু করে অফফর্মের কারণে দল থেকে বাদ পড়া অভিজ্ঞদের জন্যও এক বড় মঞ্চ। সবারই লক্ষ্য থাকে, এখানে পারফর্ম করে জাতীয় দলের পথ সুগম করার। তবে ব্যতিক্রমী যদি ন শুধু এক নাসির। বিপিএলে ব্যক্তিগত কোন লক্ষ্যই রাখছেন না।

নাসির ভালো খেলতে চায় এবং দলের প্রয়োজনে অবদান রাখতে চায়, সেটা নিজের মতো করে। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নাসির জানান, ‘আমার ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। তবে হ্যাঁ, চেষ্টা করবো সবসময় ভালো খেলার এবং কিভাবে দলের জয়ে ভূমিকা রাখা যায়, সেটাই করবো।’

দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে শক্ত-পোক্ত দলই গড়েছে একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসিরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাসির বলছেন শিরোপা জেতায় বড় লক্ষ্য, ‘দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।দল হিসেবে এবারের আসরের শিরোপা জেতার অন্যতম দাবিদার আমরা। এখন আমরা যারা ক্রিকেটার আছি, ঠিক মতো সবকিছু করতে পারলেই হলো। আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই, আমি যখন যেখানেই খেলি না কেন সবসময় চাই ভালো পারফর্ম করতে। স্ট্রাইক রোটেট করে যাতে বড় ইনিংস খেলা যায়, সেটায় কামনা।’

 

বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করবেন নির্বাচকরা। তবে এতে নাসিরের নেই কোন মনোযোগ। তিনি মনে করেন, ‘বিশ্বকাপের কথা ভেবে এখন বিপিএল থেকে মনোযোগ সরাতে চাই না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »