নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত টেষ্ট সিরিজ শেষ হতে না হতেই আজ ফের মাঠে নামছে ব্ল্যাকক্যাপস এবং লংকানরা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। কিউইদের নেতৃত্বে থাকবেন টিম সাউদি আর স্বাগতিকদের হয়ে অধিনায়কত্ব করবেন মাত্র একদিনের ক্রিকেট থেকে অবসর নেয়া লাসিথ মালিঙ্গা। এই ফরম্যাটে দুই দলের মোট ১৬ বারের দেখায় কিউইরা ৮ বার জয়ের মুখ দেখেছে পক্ষান্তরে লংকানরা জয় পেয়েছে ৬ ম্যাচে। বৃষ্টির কারণে ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আর ২০১২ সালের টি-২০ বিশ্বকাপের ১টি ম্যাচে টাই হয়েছিল দুই দলের ম্যাচটি। যেখানে সুপার ওভারে শেষ হাসি হেসেছিল লংকানরা।