নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কার ক্রিকেটে বেশ কয়েকদিন ধরে জোর গুঞ্জন ছিলো যে হাতুরেসিংহেকে প্রধান কোচ থেকে অব্যাহতি দেয়া হবে। অবশেষে গুঞ্জন সত্যি করে বরখাস্ত করা হয়েছে শ্রীলঙ্কার হেড কোচ চন্ডিকা হাতুরেসিংহেকে। এবার শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার জোরোমি জয়রত্নে।
দেড় বছর আগে কাউকে কিছু না বলে বাংলাদেশ দলের হেড কোচের পদ ছেড়ে দিয়েছিলেন হাতুরেসিংহে। বাংলাদেশের কোচের পদ ছেড়ে দিয়ে তিনি যোগ দিয়েছিলেন নিজের দেশ শ্রীলঙ্কায়। তবে এখানে তার স্মৃতি সুখকর নয়। আর শ্রীলঙ্কার বর্তমান ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোর সাথে তার তেমন জমছিলো না। আর তাই তাকে মেয়াদ শেষের আগে ছাঁটাই করা হলো।
শ্রীলঙ্কার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার জোরোমি জয়রত্নে। তবে তাকে এখন অন্তবর্তীকালীন কোচ হিসেবে নেয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তার কাজ শুরু হবে। এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে জেরোমি জয়রত্নের। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সফরে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।