র‍্যাংকিংয়ে শীর্ষে ভারত, উন্নতি অস্ট্রেলিয়ার

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। দশ দলের এই মহারণে যখন সবাই ব্যস্ত সেমি ফাইনাল কিংবা ফাইনাল নিয়ে তখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ওয়ানডে র‍্যাংকিং হালনাগাদ করেছে।

যেখানে কারো জন্য দুঃসংবাদ বয়ে আনলেও কেউ আবার পেয়েছেন মধুর খবর। বিশ্বকাপ শুরুর আগে এবারের আসরের স্বাগতিক ইংল্যান্ড ছিল র‍্যাংকিংয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে। তবে হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ইংলিশরা নেমে গেছে দুইয়ে। যেখানে তাদেরকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে এবারের আসরে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা ভারত।

অন্যদিকে নিউজিল্যান্ডের কোনো স্থানগত পরিবর্তন না হলেও অস্ট্রেলিয়া জায়গা করে নিয়েছে চার নম্বর পজিশনে। ফলে দক্ষিণ আফ্রিকা পাঁচে নেমে গিয়েছে। তাছাড়া অপরিবর্তিত রয়েছে বাংলাদেশের অবস্থান। অর্থাৎ টাইগাররা রয়েছে সেই সাত নম্বর পজিশনেই।

এক নজরে আইসিসির হালনাগাদকৃত দশ দলের র‍্যাংকিং

ক্রমিক দল রেটিং
ভারত ১২৩
ইংল্যান্ড ১২২
নিউজিল্যান্ড ১১৬
অস্ট্রেলিয়া ১১২
দক্ষিণ আফ্রিকা ১০৯
পাকিস্তান ৯৪
বাংলাদেশ ৯২
শ্রীলঙ্কা ৭৮
উইন্ডিজ ৭৮
১০ আফগানিস্তান ৬০
১১ জিম্বাবুয়ে ৪৮
১২ আয়ারল্যান্ড ৪৫

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »