র‍্যাংকিংয়ে উন্নতি সাকিবের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ আইসিসির প্রকাশিত টেস্ট র‍্যাংকিং অনুযায়ী একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে র‍্যাংকিংয়ে উন্নতির দেখা পেয়েছেন বাংলাদেশী পোস্টারবয় সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী বোলার ক্যাটাগরিতে ১ ধাপ উন্নতি করে ২১ তম স্থান হতে ২০ তম স্থানে উঠে এসেছেন সাকিব। এই মুহুর্তে সাকিবের রেটিং বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৬৩৩।

সাকিব ব্যাতীত র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি আর কোন বাংলাদেশী ক্রিকেটারের। ব্যাটসম্যান ক্যাটাগরিতে বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছেন তামিম ইকবাল। যদিও আগের ২৩তম অবস্থানই অপরিবর্তিত রয়েছে তামিমের র‍্যাংকিংয়ে।
অলরাউন্ডার ক্যাটাগরিতে ৩ নাম্বারে থাকা সাকিবের অবস্থানও অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন স্টিভেন স্মিথ। এরপরের অবস্থান গুলো যথাক্রমে বিরাট কোহলী,কেইন উইলিয়ামসন, চেতেশ্বর পূজারা ও হেনরী নিকোলাসের।

বোলার ক্যাটাগরিতে শীর্ষস্থানে অবস্থান করছেন প্যাট কামিন্স। এরপরের অবস্থান গুলো যথাক্রমে কাগিসো রাবাদা,জাসপ্রিত বোমরাহ,জেসন হোল্ডার ও জেমস এন্ডারসনের।

অলরাউন্ডার ক্যাটাগরিরও রয়েছে অপরিবর্তিত।
তালিকার প্রথম স্থানে রয়েছেন জেসন হোল্ডার।
এরপরে যথাক্রমে রয়েছেন রবিন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, বেন স্টোকস ও রবিচন্দ্রন অশ্বিন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »