নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে ব্যর্থতা ষোলকলা পূর্ণ করে ২ ম্যাচ বাকী থাকতেই ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে পুরো টাইগার স্কোয়াড ব্যর্থ।
যার ফলে সেটার প্রভাব পড়ছে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে।
বুধবার (১ নভেম্বর) ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী,ব্যাটিং তালিকায় বাংলাদেশের হয়ে চার ধাপ পিছিয়ে ৩১তম স্থানে আছেন মুশফিকুর রহিম। এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বোলিং তালিকায় এক ধাপ পিছিয়ে ২৩তম স্থানে সাকিব, সাত ধাপ পিছিয়ে ৪০তম স্থানে মোস্তাফিজুর রহমান এবং তিন ধাপ পিছিয়ে ৬৮তম স্থানে নেমে গেছেন তাসকিন আহমেদ।