রোহিতের ১ রানের আক্ষেপ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ১ম দিন শেষে আজ ২য় দিনে ভারতের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হয়েছেন আফ্রিকান বোলাররা। ব্যক্তিগত ১৭৬ রানে রোহিতকে ফিরিয়ে ব্রেক থ্রো এনে দেন স্পিনার মহারাজ।

এর আগে টেস্ট ক্রিকেটে প্রথম বারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা। আর নেমেই করেছেন অন্যন্য এক রেকর্ড। ভারতের ৪র্থ ওপেনার হিসেবে ওপেনিংয়ে নেমে তুলে নিলেন সেঞ্চুরি (১৭৬)।

ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি সহ সর্বোচ্চ ২য় রানের ইনিংস এটি, ১ম স্থানে রয়েছেন শিখর ধাওয়ানের ১৮৭। আফ্রিকার বিপক্ষে ২৪৪ বলে ২৩ চারে ও ০৬ ছয়ে ১৭৬ রানের ইনিংস খেলেন, স্ট্রাকরাইট ৭২.১৩।

তবে ১ রানের জন্য ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছুঁতে পারেননি তিনি। টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাক্তিগত সর্বোচ্চ রান ১৭৭। ভারতে সর্বোচ্চ ছয় সংগ্রহ কারীর তালিকায় ৯ম স্থানে অবস্থান করছেন রোহিত (৩৮)। পেছনে ফেলেছেন মুরালি বিজয়ের ৩৩টি ছক্কার রেকর্ড।

ওপেনিংয়ে ভারতের ৩য় সর্বোচ্চ রানের জুটি গড়লেন রোহিত ও আগরওয়াল। করেছেন ৩১৭ রানের জুটি রোহিত (১৭৬) ও আগরওয়াল (১৩৭)। পেছনে ফেলেছেন বিজয় ও ধাওয়ানের ও ২৮৯ রানের জুটি’কে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »