নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলীর মধ্যকার অন্তঃকোন্দলের ব্যাপারটা প্রায় আমাদের সবারই জানা।দলের অন্যতম দুই সেরা ক্রিকেটারের মধ্যে অনেক দিন ধরে ব্যক্তিগত দ্বন্দ্ব চলে আসছে।এবার দুজনের এই সাপ-নেওলে সম্পর্কে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটি তথ্য দিয়ে বোমা পাটিয়েছে ভারতীয় মিডিয়া।
ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল বলছে ২০১৩ সালে রোহিতের বর্তমান স্ত্রী ঋতিকাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন বিরাট কোহলী।
যদিও ওই সময়টায় বিরাট-রোহিত দুজনেই ছিলেন অবিবাহিত।তবে ডেকান ক্রনিকলের দাবী বিরাট এবং ঋতিকার মধ্যে অতিতে কোন রসায়ন ছিল।
আর কোহলী ও রোহিতের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্বের সাথে কোহলী-ঋতিকার অতিতের সম্পর্কের যোগ সুত্র রয়েছে। যদিও এখন পর্যন্ত শক্ত কোন প্রমাণ নিয়ে কিছু বলতে পারেনি ডেকান।
সংবাদ মাধ্যম ডেকানের দাবী ২০১৩ সালে জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরে কোহলীকে দেখা গিয়েছিল ঋতিকা সহ একটি সিনেমা হলে।পরে জানা যায় ঋতিকাকে নিয়ে সিনেমা দেখতেই মুলত সিনেমা হলে গিয়েছিলেন কোহলী।দুজনের একসাথে একটি ছবি প্রকাশ করে ডেকান ক্রনিকল দুজনের মধ্যে অতিতে অন্যরকম কোন রসায়নের গন্ধ খুঁজছে।এছাড়া এই সংবাদ মাধ্যমের দাবী দুজনের মধ্যে যে ব্যক্তিগত কোন্দল চলে আসছে সেটার সাথে কোহলী-ঋতিকার অতিতের রসায়ন রয়েছে।
উল্লেখ্য ডেকেনের এমন নিউজের পর এখন পর্যন্ত কোহলী কিংবা রোহিত দম্পতী হতে কোন ধরনের পাল্টা বক্তব্য মিডিয়ায় আসেনি।