নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিরিজ জয়ের পর হোয়াটওয়াশের লক্ষ্যে আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু ম্যাচ জয়ে সিরিজ জিতে নেয় স্বাগতিক ভারত, তবে আজ শেষ রানচি টেস্ট ম্যাচে হোয়াটওয়াশ করার লক্ষ্য ভারতের। অন্যদিকে টস জিতা হলো হলো প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। তিন ম্যাচেই ভারত অধিনায়ক বিরাট কোহলি টস জিতে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ে কোহলি ভালো শুরু করতে না পারলে ও দিনশেষে রোহিতের সেঞ্চুরিতে হোয়াটওয়াশ করার স্বপ্ন দেখছেন তিনি। প্রথম দিনে ৫৮.০ ওভারে ০৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২২৪ রান।
ভারত ৩৯ রানে ৩ উইকেট হারায়, তবে সে ধাক্কা সামলে নিচ্ছেন রোহিত ও রাহানে। ভারত প্রথম উইকেটটি হারায় দলীয় ১২ রানে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের (১০)। তার পর ক্রিজে এসে রাবাদার বলে বোল্ট আউট হয়ে ০ রানে ফিরে যান পূজারা। তবে পূর্বের ম্যাচের ন্যায় ভালো শুরু করতে পারেননি অধিনায়ক বিরাট কোহলি। দলের ৩৯ রানের সময় ব্যাক্তিগত ১২ রানে ফিরে যান তিনি। তার পর রাহানে ক্রিজে এসে রোহিতের সঙ্গ দেন, তুলে নিয়েছেন ফিফটি।
এখন রোহিত ও রাহানের ব্যাটে স্বপ্ন দেখছে ভারত। ইতিমধ্যে দুজন মিলে করে ফেলেছেন রেকর্ড, তা হলো ভারতের টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি ১৮৫*। এখনো দুজন ক্রিজে অপরাজিত আছেন। রোহিত শর্মা ১৬৪ বলে ১৪ চারে ও ৪ ছয়ে ১১৭ রানে ও রাহানে ১৩৫ বলে ১১ চারে ও ১ ছয়ে ৮৮ রানে অপরাজিত আছেন। সেঞ্চুরির সাহায্যে রোহিত দেখা পান টেস্ট ক্যারিয়ারে ৬ষ্ট সেঞ্চুরি ও ফিফটির সাহায্যে রাহানে দেখা পান ২১তম ফিফটির। রোহিতের পর রাহানে এখন সেঞ্চুরির পথে রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-
ভারত- ২২৪/৩(৫৮.০), রোহিত ১১৭, রাহানে ৮৮*, রাবাদা ১৪-৫-৫৪-২