রোহিতের দুইয়ে দুই,আশ্বিনের ৭ উইকেট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ওপেনিং অভিষেকে ২টি শতকের মালিক হিটম্যান রোহিত শর্মা।আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে অভিষেক হয় রোহিত শর্মার।১ম ইনিংসের পর আজ ২য় ইনিংসে ও সেঞ্চুরি তুলে নিলেন তিনি।

প্রথম ইনিংসে ওপেনিংয়ে রোহিত শর্মা ও আগারওয়াল ৩১৭ রানের জুটি গড়েন। রোহিত শর্মা (১৭৬) ও আগারওয়াল (২১৫) রানের ইনিংস খেলেন। একজনের শতক ও আরেক জনের দ্বিশতকে ভারত ১ম ইনিংস ৫০৭ রান সংগ্রহ করে।

জবাবে আফ্রিকা ব্যাট করতে নেমে ওপেনার এলগার (১৬০) ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক (১১১) রানের অসাধারণ ইনিংস খেলেন। টেস্ট অধিনায়ক ডু প্লেসিস খেলেন ৫৫ রানের ইনিংস। অন্য কোনো ব্যাটসম্যানই ছুঁতে পারে নি পাঁচ অঙ্কের ঘর। ১৩১.২ ওভারে ৪৩১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আফ্রিকানরা।

প্রোটিয়া ব্যাটিং লাইন আপ কে একাই ধসিয়ে দেন স্পিনার রবিচন্দ্র আশ্বিন। ৪৬.২ ওভারে ১১ মেডেন সহ ১৪৫ রান দিয়ে নেন ৭টি উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেন নি আগারওয়াল। প্রথম ইনিংসের ন্যায় রোহিতের সাথে গড়তে পারেন নি ৩১৭ রানের জুটি। ব্যাক্তিগত ০৭ রানে মহারাজের বলে আউট হয়ে প্যাভিয়লনে ফিরে যান।

সঙ্গী হারিয়ে থেমে থাকেন নি হিটম্যান রোহিত শর্মা। তুলেন নিজ টেস্ট ক্যারিয়ারে ওপেনিংয়ে ২য় শতক। ১৩৩ বলে ৯ চারে ও ৪ ছয়ে ১০০ রানের ইনিংস খেলেন। শতকের সাহায্যে করেছেন অন্যন্য এক রেকর্ড। একমাত্র টেস্ট ব্যাটসম্যান হিসেবে ওপেনিং ডেব্যুতে ২টি শতকের মালিক হলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »