রোহিতকে সতর্ক করলেন ভিভিএস লক্ষণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রোহিত শর্মা বর্তমান সময়ে ভারতের সবচেয়ে সফলতম ওপেনার। বিশ্বকাপেও দুর্দান্ত সময় কাটিয়েছেন ভারতীয় এই ওপেনার। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত ওপেন করলেও টেস্ট দলে কখনো ওপেন করা হয়নি এই ওপেনারের। দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে ওপেন করতে দেখা যায় রোহিতকে। তাহলে কি তিনি ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছেন? আফ্রিকার সাথে টেস্টে কি তাকে ইনিংস শুরু করতে দেখা যাবে?

ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনে সফল হতে পারেনি রোহিত শর্মা ফিরেছেন কোন রান না করেই। রোহিতের এমন সিদ্ধান্ত দেখে সতর্ক করতে ভুলেন নি সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ। তিনি বলেন, ‘আমি ওপেন করতে গিয়ে মানসিকতার পরিবর্তন এনেছিলাম। একই মানসিকতায় ৩/৪ নম্বরে যেভাবে সফল ছিলাম ওপেন করতে গিয়ে সেভাবে সফল হতে পারিনি।’

ক্যারিয়ারের শুরুতেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিলো লক্ষণকে। মাত্র ৪ টি টেস্ট খেলার পরই পরিবর্তন করতে হয়েছিলো ব্যাটিং অর্ডার খেলতে হয়েছিলল ওপেনে। সেদিক থেকে রোহিত শর্মাকে ভাগ্যবান বলে দাবি করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অবশ্য রোহিতের মত এত এত অভিজ্ঞতা ছিলো না। মাত্র ৪ টি ম্যাচ খেলেই টেস্টে ওপেন করতে হয়েছিলো আমাকে। সেদিক থেকে রোহিত ভাগ্যবান আর অনেক অভিজ্ঞতাও আছে। প্রায় ১২ বছর হলো খেলছেন ক্রিকেট। সে দারুন ফর্মেও আছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »