রোহিতকে টপকে টি-টোয়েন্টিতে কোহলির রাজত্ব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রেকর্ড ভাঙা এবং নতুন করে রেকর্ড এর জন্ম দেওয়ার জন্যই হয়তো ভারতের ক্রিকেটে বিরাট কোহলি নামক ধ্রুবতারার আগমন। ক্যারিয়ারে এখন পর্যন্ত নিজের নামের পাশে বসিয়েছেন অসখ্য রেকর্ড। গতকাল (১৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৫২ বলে ৭২ রানের একটি অসাধারণ ইনিংসের পাশাপাশি দলকে এনে দেন দারুণ এক জয়। দলের এই দারুণ জয়ের দিনে নিজের রেকর্ড এর মুকুটে যুক্ত করেন আরো একটি পালক। স্বদেশী রোহিত শর্মাকে টপকে এই মুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহক তকমাটা নিজের নামের পাশে বসিয়েছেন তিনি।

এই মুহুর্তে ২৪৪৪ রান নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এই জায়গাটিতে সবার উপরে অবস্থান করছেন কোহলি। ২৪৩৪ রান নিয়ে তালিকার শীর্ষ স্থান হতে দুইয়ে নেমে এসেছে রোহিত। এছাড়া বিশ্বে একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই ৫০+ গড় নিয়ে ব্যাট করা একমাত্র ক্রিকেটারও টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি।

উল্লেখ্য, কোহলির রেকর্ড এর দিনে তার দল ভারত সফরকারী দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত করে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »