রোহিতকে আইপিএল ছাড়ার পরামর্শ দিলেন ছেলেবেলার কোচ

ক্রীড়া প্রতিবেদক »

আইসিসির বড় ইভেন্টে বহুদিন ধরেই নিজেদের যেন হারিয়ে খুঁজছে ভারত। সাফল্যের দেখা তো নেই বরং ব্যর্থতার পাল্লাটা বেশিই ভারী। সদ্য সমাপ্ত হওয়া টি – টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজয়ের পর নড়েচড়ে বসলো বিসিসিআই। ভারতীয় ক্রিকেট পাড়ায় চলছে আলোচন সমালোচনার বন্যা। কেউ কেউ অধিনায়ক বদলের ইঙ্গিতও দিচ্ছেন৷ এবার রোহিতকে নিয়ে মন্তব্য করলেন তার ছেলেবেলার কোচ দীনেশ লাড।

তিনি বলেন, ‘ দলটা গত সাত আট মাস স্থিতিশীল ছিলনা।বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে গেলে দলটাকে ঐক্যবদ্ধ হতে হবে। গত সাত মাসে এক একজন এক এক সময়ে ওপেনিং করেছে৷ বোলিংয়েও তেমন। কোনো স্থিতিশীলতা নেই’।

ইদানীং ফ্রাঞ্চাইজি লিগেই বেশি মনোযোগ দেয় অধিকাংশ ক্রিকেটাররা৷ যার ফলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে অনেক সময় অনীহা প্রকাশ করে আবার দেখা যায় বিশ্রাম নেয়। রোহিত শর্মাকেও ইদানীং বিভিন্ন সিরিজে দেখা যায় বিশ্রাম নিতে। এই প্রসঙ্গে দীনেশ লাড মনে করেন, ‘ ২০২৩ বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরাতে হলে রোহিতের উচিৎ সবগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলা। আর ধকল যেহেতু হয়েই যাচ্ছে সেক্ষেত্রে আইপিএল থেকে সরে দাড়ানো উচিৎ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »