নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোডস সেফটি ওয়াল্ড সিরিজের ৯ম ম্যাচে রোমাঞ্চ আর উত্তেজনাকর ম্যাচে ভারত লিজেন্ডকে ৬ রানে হারিয়েছে ইংল্যান্ড লিজেন্ড। প্যান্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য নির্ধারন হয় ম্যাচের শেষ ওভারে এসে! ম্যাচের কাছাকাছি এসেও হারের স্বাদ পেত হলো ভারত লিজেন্ডকে।
জমে উঠেছে রোডস সেফটি ওয়াল্ড সিরিজ। বিশ্ব ক্রিকেটের লিজেন্ড তারকাদের নিয়ে আয়োজিত এই টূর্নামেন্ট ইতিমধ্যেই সাড়া ফেলছে ক্রিকেট বিশ্বে। সময়ের সাথে সাথে বারছে মাঠের উত্তাপ। রঙ ছড়াচ্ছে ২২ গজের মুখোমুখি লড়াই। ইনজয় করছেন সাবেক তারকারা। ক্রিকেট যে তাদের ধ্যান-জ্ঞান ছিলো সেটা এই বয়সে এসেও প্রমান করে দিচ্ছেন তারা।
রাপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছিল ইংল্যান্ড লিজেন্ডস। দলের হয়ে ৩৭ বলে ৬ চার ও ৫ ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেছেন ইংল্যান্ড ক্যাপ্টেন কেভিন পিটারসন। ২৭ বলে ৩ চারে ২৯ করেন ড্যারেন ম্যাডি। ১২ বলে ১৫ করেছেম ক্রিস স্কোফিল্ড ও সমান বলে ১৫ করেছেন গাভিন হ্যামিল্টন। বল হাতে ৩ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন ইউসুফ পাঠান। ৪ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছেন ইরফান পাঠান ও ৩ ওভারে ৩০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মুনাফ পেটেল।
১৮৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। ম্যাথিউ হোগাড়ড এবং পানেসর এর তোপে এলোমেলো হয়ে পরে ভারতের টপ অর্ডার। তারপর নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ১৩.২ ওভারে দলীয় ৯৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। ১১৯ রানের মাথায় নাম ওঝার বিদায়ে বিপদ বারে ভারত শিবিরে। তখন প্রতিরোধ গড়ে তোলেন ইরফান পাঠান ও মানপ্রীত গণি।দুজনে গড়েন ২৬ বলে ৬৩ রানের পার্টনারশিপ।
ভারতের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। ইরফান পাঠানের ব্যাটে এগিয়ে আসছিল ভারত। শেষ তিন বলে যখন ৯ রান লাগে, ঠিক সেই সময় ১ রান নিতে পারেন ইরফান। পরের ২ বলে ৮ রানের সমীকরণ মেলাতে পারেন নি, আগের ২ ওভারে তান্ডব চালানো মানপ্রিত গনি! ৩৪ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬১* রানে অপরাজিত থাকেন উরফান পাঠান। ১৬ বলে ১চার ও ৪ ছক্কায় ৩৫* রানে অপরাজিত থাকেন মানপ্রীত গনি।বল হাতে ৪ ওবর বল করে ১ মিডেনে ১৬ রানে ৩ উইকেট নেন মন্টি পানেসর।৪৪ রনে ২ উইকেট নেন জেমস ট্রেডওয়েল
সংক্ষিপ্ত স্কোর ঃ ইংল্যান্ড লিজেন্ড ১৮৮/৭(২০) ফিল মাস্টার্ড ১৪,পিটারসন ৭৫,ড্যারেন ম্যাডি ২৯, ক্রিস স্কোফিল্ড ১৫, গাভিন হ্যামিল্টন ১৫, কবির আলি ০, জেমস ট্রেডওয়েল ৯, ক্রিস টিমলেট ১২, বল হাতে ইউসুফ পাঠান ২৮/৩, ইরফান পাঠান ২৮/২, মুনাফ প্যাটেল ৩০/২
ভারত লিজেন্ড ১৮২/৭(২০)
শেবাগ ৬, শচীন ৯, কাইফ ১, যুবরাজ ২২,এস বদ্রিনাথ ৮, ইউসুফ পাঠান ১৭, ইরফান পাঠান ৬১, নামান ওঝা ১২, গনি ৩৫। নল হাতে পানেসর ১৬/৩, ট্রেডওয়েল ৪৪/২, হোগার্ড ১৮/১