https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে ভরাডুবির ফলে এক বছর মেয়াদ থাকা সত্ত্বেও বরখাস্ত করা হয়েছে স্টিভ রোডসকে। বিশ্বকাপে সেমি ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে গেলেও হতাশার বিদায়ে এমন পরিণতি বরণ করতে হয়েছে রোডসকে।
আজ (শুক্রবার) রোডস ঢাকা ত্যাগ করেন। যাবার সময় সাংবাদিকদের এড়িয়ে নিরবেই প্রস্থান করেন এই ইংলিশম্যান। মেয়াদ শেষ হবার আগেই চুক্তি বাতিলের কার্য সম্পাদন হয় সকালে মিরপুরের হোম অব ক্রিকেটে। তখন আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে কথা বলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি জানান, ‘এটা কেবল একটা আনুষ্ঠানিকতার অংশ ছিল। কিছু অভ্যন্তরীণ কাজ বাকি ছিল। এছাড়াও কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করলাম। এখনই ঢাকা ছাড়বেন তিনি।’
‘যখন কোনো সম্পর্কের ইতি ঘটে তখন সেটার কিছু স্বাভাবিক ব্যাখ্যা থাকে। এটা হয়তো তিনি এড়িয়ে যেতে চেয়েছেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার।’
নতুন কোচ খোঁজা হচ্ছে বলেও জানান সুজন। ‘কোচ খোঁজার কাজ শুরু করেছি। শুধুমাত্র হেড কোচ নয়, পুরো কোচিং স্টাফের যে পদগুলো খালি আছে সবই পূর্ণ করা হবে।’