সুফিয়ান আল হাসান »
ক্রিকেট এর সবথেকে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপে ব্যাট হতে রানের ফোয়ারা ঝরায় কতো ব্যাটসম্যান। বিশ্বকাপ আসলেই যেন শুরু হয় কার থেকে কে সেরা সেই প্রতিযোগিতা। প্রতি বিশ্বকাপেই রেকর্ড ভেঙে নতুন করে গড়া হয়। তবে ২০০৩ বিশ্বকাপে ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের গড়া রেকর্ড যেন ভাঙা বড়ই কঠিন। ২০০৩ এর পর আরো ৪ টি বিশ্বকাপ শেষ হলেও তার রেকর্ড ভাঙতে পারেনি কোন ব্যাটসম্যান। রেকর্ডটি হচ্ছে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন ভারতের এই সাবেক ওপেনার। ৬৭৩ রান করতে শচীনকে খেলতে হয়েছিল ১১ টি ম্যাচ। সেই বিশ্বকাপের ১১ ম্যাচের ১১ ইনিংসে ৬১.১৮ এভারেজে ব্যাটিং করেছিলেন সাবেক ভারতীয় ওপেনার। তার সর্বোচ্চ ইনিংস ছিলো ১৫২ রানের। ঐ বিশ্বকাপে শচীন ব্যাট করেছেন ৮৯.২৫ স্টাইক রেট নিয়ে। সেবার শচীনের ব্যাট থেকে এসেছিল ১ টি শতক ও ৬ টি অর্ধশতক। বিগত ১৬ বছরে ৪ টি বিশ্বকাপ হলেও শচীনের এই রেকর্ড ভাঙতে পারেনি কেউ। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের মালিকও এই ভারতীয়। বিশ্বকাপে মোট ৪৫ টি ম্যাচ খেলে করেছেন ২২৭৮ রান। এখানেও তার ধারে কাছেও কেউ নেই। ২য় অবস্থানে থাকা পন্টিং তার থেকে ৫৩৫ রানে পিছিয়ে।
শচীনের এই রেকর্ড ভাঙা তো দূরের বিষয়, ২০১৯ বিশ্বকাপের আগে তার এই রেকর্ডকে চ্যালেঞ্জ পর্যন্ত দিতে পারেনি কোন ব্যাটসম্যান। তবে ২০১৯ বিশ্বকাপে ওয়ার্নার, উইলিয়ামসন, সাকিবদের ব্যাটে হুমকির মুখে পড়েছিল শচীনের রেকর্ডটি। তবে ২০০৭ বিশ্বকাপে হেইডেন প্রায় ভেঙেই দিয়েছিল শচীনের রেকর্ড, ১০ ম্যাচ খেলে করেছিল ৬৫৯ রান। আর একটি ম্যাচ খেলতে পারলে হয়তো তালিকায় তিনিই থাকতেন সবার উপরে। শচীন ও হেইডেনের পরেই অর্থাৎ এই তালিকার ৩য় স্থানে আছেন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে তিনি মাত্র ৯ ম্যাচ খেলেই করেছেন ৬৪৮ রান। ১০ ম্যাচ খেলে রোহিতের থেকে এক রান কম (৬৪৭ রান) নিয়ে তালিকার ৪ নম্বরে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০১৯ বিশ্বকাপ মাত্র ৮ ম্যাচ খেলেই ৬০৬ রান করে তালিকার ৫ নাম্বার জায়গাটি দখল করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।