নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে পাকিস্তানি পেসারদের নির্বিষ বোলিংয়ে প্রথম দিনে রানের পাহাড় গড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২য় উইকেটে ২৯৪ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করে অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিরুদ্ধে যা দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ জুটি। যা ভেঙ্গে দিয়েছে ২১ বছর আগে করা স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে জাস্টিন ল্যাঙ্গার এবং টেলরের করা ২৭৯ রানের জুটি।
এর আগে ব্রিসবেনে ১ম টেস্টে ইনিংস এবং ৫ রানে হারের পর ২য় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ফেরান ওপেনার জো বার্নকে। মাত্র ৮ রানে পাকিস্তানি বোলার শাহীন আফ্রিদির বলে রেদোয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জো বার্ন। আউট হওয়ার আগে করেন ৯ বলে ১টি চারের সাহায্যে ৪ রান।
১ম দিন শেষে ওপেনার ডেভিড ওয়ার্নার অপরাজি আছেন ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ ১৬৬ রানে। ইনিংসে ছিলো ১৯টি দুর্দান্ত চারের মার৷ অপর অপরাজিত ব্যাটসম্যান মার্নাস লাবুশানে করেন ১৭টি চারের সাহায্যে ১২৬ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
অস্ট্রেলিয়াঃ ৩০২/১ (৭৩)
ডেভিড ওয়ার্নার ১৬৬*(২২৮), মার্নাস লাবুশানে ১২৬*(২০৫)। শাহীন আফ্রিদি ১৮-৪-৪৮-১।