রেকর্ড গড়লেন স্টোকস-পোপ

সাজিদা জেসমিন »

সম্প্রতি আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন স্টোকস। বছরটা দুর্দান্ত কেটেছে বলা যায়। এখন যেন ক্যারিয়ারের দুর্দান্ত সময় পাড় করছেন তিনি। আর এ-র ঝলক গতকালকের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের দেখা গেলো। টেস্টের দ্বিতীয় দিনেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। সেই সাথে গড়েছেন নতুন আরেকটি রেকর্ড।

৫ম উইকেট জুটিতে অলি পোপকে নিয়ে করেছেন ২০৩ রানের পার্টনারশিপ। সেই সাথে ভাঙলো ৭০ বছরের পুরোনো রেকর্ড। এ-র আগে পোর্ট এলিজাবেথে টেস্টের সর্বোচ্চ জুটি ছিলো অজি জুটি হার্ভি-আর্থারের। ১৯৫০ সালে ১৮৭ রানের জুটি গড়েছিলেন তারা। আর দলীয়ভাবে এটি টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ১নাম্বারে আছেন ডেনিস-নরম্যান (২৩৭রান)।

একই দিনে পোপের ঝুলিতে এসেছে আরো একটি সফলতা৷ অভিষেক টেস্টেই এসেছে সেঞ্চুরি। আর ১৭৪ বলে স্টোকস পূর্ণ করেন ক্যারিয়ারের নবম তম টেস্ট সেঞ্চুরি। যার সাথে টেস্টে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন স্টোকস। ইয়ান বোথামের পর দলীয়ভাবে ২য় ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০০ রান করেছেন স্টোকস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »