রেকর্ডের গুরুত্ব অবসরের পর বুঝবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক »

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট সাকিব আল হাসানের পথ চলা প্রায় ১৭ বছরের। এই সময়ে নানান রেকর্ড নিজের করে নিয়েছেন এই অরলাউন্ডার। আফগানিস্তোনের বিপক্ষে ওয়ানডে সিরিজে গড়েছেন নতুন এক বিশ্ব রেকর্ড। আন্তর্জাতিক ওয়ানডেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ও ৬০০ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েন এই বাঁহাতি অলরাউন্ডার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেটে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টির আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন রেকর্ড গড়ার মাহত্বটা তিনি আরও ভালো করে অনুধাবন করবেন অবসর নেয়ার পর। তিনি বলেন, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব।’

তিনি আরও বলেন, ‘তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’

সাকিবের লক্ষ্য বিশ্বকাপে ভালো কিছু করা। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়েছেন রেকর্ড নিয়ে এখন তিনি ভাবেন না। বিশ্বকাপে বড় কিছু করাই তার লক্ষ্য। সাকিব বলেন, ‘লক্ষ্য আসলে জানি না…বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব। ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »