রুশো-গুরবাজের ব্যাটে জয় দিয়ে খুলনার বিপিএল শুরু

মমিনুল ইসলাম »

বঙ্গবন্ধু বিপিএলের আজকের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে বিপিএল মিশন শুরু করলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। টসে জিতে ফিল্ডিং নেয়ার পর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৪৪ রানে আটকে দেয় চট্রগ্রামকে। এর গুরবাজ ও রুশোর ফিফটিতে ৮ উইকেটের জয় তুলে নেয় খুলনা টাইগার্স।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ১ম ওভারেই শান্তকে হারিয়ে বসে খুলনা। ইনিংসের ৪ র্থ বলে নাসুমের শিকার হন ৪ বলে ৪ রান করে। শুরুতে শান্ত বিদায় নিলেও চাপে পড়তে দেননি রুশো ও গুরবাজ। গুরবাজ ও রুশোর ৭০ রানের জুটি খুলনাকে ভালো অবস্থান এনে দেয়। ৫ ছক্কা ও ৪ চারের সাহায্যে ১৯ বলে ৫০ রান করে মুক্তার আলির বলে ফিরে গেলে ভাঙ্গে রুশো – গুরবাজের ৭০ রানের জুটি। গুরবাজের বিদায়ের পর অধিনায়ক মুশফিককে সাথে নিয়ে জয়ে দিকে নিয়ে যান রুশো।

গুরবাজের বিদায়ের পর ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৩২ বলে ফিফটি তুলে নেন রুশো। শেষ পর্যন্ত ২ ছক্কা ও ৭ চারের সাহায্যে ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। রুশোর পাশাপাশি মুশফিকের ব্যাট থেকে আসে ২২ বলে অপরাজিত ২৮ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন। দুই জনের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৫ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারে শফিউল ইসলামের বলে ২ ছক্কা ও ২ চারের সাহায্যে ২৩ বলে ২৬ রান করে বোল্ড হয়ে ফিরে গেলে ভাঙ্গে ওয়ালটন ও সিমন্সের ৪৫ রানের জুটি। সিমন্সের বিদায়ের পরের ওভারেই শহিদুলের বলে ক্যাচ তুলে দিয়ে ১ ছয় ও ২ চারের সাহায্যে ১৮ বলে ১৮ রান করে সাজঘরে ফিরেন।

ওয়ালটনের বিদায়ের পর রানআউটে কাটা পড়েন গত ম্যাচে ফিফটি করা ইমরুল কায়েস। ১৪ বলে ১২ রান করে আউট হন ইমরুল। ইমরুল বিদায় নিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন নাসির ও সোহান। দুইজনের জুটি থেকে আসে ৩৭ রান। নাসির করেন ২৪ আর সোহান করেন ১৯ রান। শেষ দিকে মুক্তার আলির ৪ ছক্কার সাহায্যে ১৪ বলে ২৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

খুলনা টাইগার্সের হয়ে একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, রবি ফ্রাইলিঙ্ক, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

 

স্কোরকার্ড:

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৪/৬ ( ২০ ওভার) মুক্তার ২৯*, সিমন্স ২৬, ফ্রাইলিঙ্ক ১/২১

খুলনা টাইগার্স : ১৪৬/২ ( ওভার ১৩.২) রুশো ৬৪*, গুরবাজ ৫০, নাসুম ১/১৮

ফলাফল: খুলনা টাইগার্স ৮ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »