রিয়াদ-মুশফিকদের কোচ হতে যাচ্ছেন কোহলি – রোহিতদের সাবেক কোচ!

কে এম আবু হুরায়রা »

২০১৫ সালের পর থেকে দেশীয় ক্রিকেটের যে উন্নতির রেখা সেখানে খুব বেশী উপরের দিকে উঠছেনা টেস্ট ক্রিকেট৷ সাদা বলে বাংলাদেশ বেশ কিছু সাফল্য পেলেও লাল বলে দলের দৈন দশা বেশ পুরোনো। সর্বশেষ ক্রিকেটারদের ধর্মঘটের পর বেশ নড়েচড়েই বসেছেন বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে আরও অনেক সুযোগ সুবিধা দিচ্ছে বিসিবি। তারই ধারাবাহিককতায় নতুন বিশ্বমানের কোচও নিয়োগেও নজর দিচ্ছে বিসিবি।

ক্রিকেটের সবথেকে বড় সংস্করণের জন্য আলাদা ব্যাটিং কোচ পাচ্ছেন মুশফিক-রিয়াদরা। ওডিআই এবং টি২০’র দায়িত্ব নিল ম্যাকেঞ্জির কাছেই থাকলেও লাল বলে ব্যাটসম্যানদের দক্ষ করে তুলতেই আলাদা কোচ নিয়োগের ভাবনা বিসিবির।

সবকিছু ঠিকঠাক থাকলে এবারে জাতীয় দলের কোচিং স্টাফদের সাথে যুক্ত হবেন ভারতীয় সাবেক ক্রিকেটার এবং ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। মূলত সামনের টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই দীর্ঘমেয়াদেই বাঙ্গারকে নিয়োগ দিতে যাচ্ছেন বিসিবি।

খেলোয়াড়ি জীবনে অন্যান্য সফল কোচদের মতই সঞ্জয় বাঙ্গারেরও অতটা সাফল্য নেই৷ ভারতের হয়ে ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ১২টি টেস্টে রান করেছেন মাত্র ৪৭০। তিনটি অর্ধশতকের সাথে তার ক্যারিয়ারে আছে ১টি শতকও৷ এ ছাড়াও তিনি ভারতের হয়ে ১৫টি ওডিআই খেলে রান করেন মাত্র ১৮০। নেই কোন শতক বা অর্ধশত রানের ইনিংস।

খেলোয়াড়ি জীবন ছাড়ার পরপরই নিয়েগ পান ভারতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে৷ তাই ভিরাট – রোহিতদের কোচিং করানোর অভিজ্ঞতা সম্পূর্ণ নিংরে দিতে পারলে টেস্ট ক্রিকেটেও সাফল্য আশা করতেই পারে দল৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »