নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। বিপিএলের এবারের বিশেষ আয়োজনে নতুন নতুন দলে পাড়ি জমিয়েছেন ক্রিকেটাররা। অন্য সব দলের সাথে পাল্লা দিয়ে দল করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স৷ তাদের দলে রয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটার। আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং ইউনিভার্স বস খ্যাত টি-টোয়েন্টি ক্রিকেটার রাজা ক্রিস গেইল।
এবারের আসরের বিপিএলে নিজেদের পছন্দ মত ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়েছে প্রতিটা দল। বলের মাধ্যমে সিরিয়াল নির্ধারণ হওয়ার পরে বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে হয়েছে। তবে একটা বিষয় এতে কেউ ইচ্ছা করলেও কোন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে নি৷ তবে অন্য সব দল থেকে পিছিয়ে নেই চট্টগ্রাম। বরং বাকিদের সাথে পাল্লা দিচ্ছে৷ ‘এ+’ ক্যাটাগরি থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে চট্টগ্রাম।
দেশি ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রামে আছেন নাসির হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস৷ উইকেটরক্ষক হিসেবে আছেন নুরুল হাসান সোহান। এছাড়াও আছেন অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র।
তবে সবচেয়ে বড় বাজিটা মেরেছে চট্টগ্রাম৷ টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে দলটি। গত আসরে গেইল ছিলেন রংপুর রাইডার্সে। তবে তারও আগে বরিশাল বুলসে একসাথে ছিলেন রিয়াদ ও গেইল।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স :
দেশি : মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, পিনাক ঘোষ, এনামুল হক জুনিয়র, নাসুম আহমেদ, মুক্তার আলী, জুনায়েদ সিদ্দিকী৷
বিদেশি : ক্রিস গেইল (উইন্ডিজ), কেসরিক উইলিয়ামসন (উইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।