রিয়াদের আপদকালীন স্থলাভিষিক্ত হলেন ইমরুল কায়েস

সাজিদা জেসমিন »

আগামী ১১ই ডিসেম্বর রোজ বুধবার থেকে মাঠের লড়াই শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল এ-র। দুপুর ১ঃ৩০ মিনিট -এ উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট থান্ডার। প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম দুটি ম্যাচে থাকছেন নাহ আইকন মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস। নিজেদের সেরাটা উপহার দেওয়ার প্রত্যাশা দলের সবার। প্রথম ম্যাচে জয় প্রত্যাশী ভারপ্রাপ্ত অধিনায়ক।

এ ব্যাপারে গণমাধ্যমে বিবৃতিতে বলেন, ‘শুরুটা আসলে ভালোভাবেই করতে চায় সবাই। যদি প্রথম ম্যাচে জিততে পারি সবার আত্মবিশ্বাস বাড়বে। সিজনটাও ভালোভাবে শুরু হবে সবার। আমাদের লোকাল প্লেয়ার এবং আমাদের টিমের জন্যও ভালো হবে। সবাই আত্মবিশ্বাসী আছে, সবাই আন্তরিকভাবে চাইবে প্রথম ম্যাচ জিততে।’

ইনজুরির কবলে পড়ে প্রথম দুই ম্যাচ খেলবেন না অধিনায়ক মাহমুদউল্লাহ। রিয়াদের না থাকা নিয়ে কায়েস বলেন, ‘রিয়াদ ভাইয়ের না থাকায় ডিফিক্যাল্ট কম্বিনেশনটা এডজাস্ট করা। উনাকে দুটি ম্যাচ মিস করবো। বিদেশি প্লেয়ারও খেলতে পারে আবার লোকাল প্লেয়ারও খেলতে পারে ওই জায়গাটায়। এই জায়গাটা রিকভারি করাটা ডিফিক্যাল্ট। যারাই এই জায়গায় সুযোগ পাবে তাঁরা এটা ইউটিলাইজড করার চেষ্টা করবে।’

সর্বোচ্চ দিতে পারলে জয় সম্ভব এমনটা মন্তব্য করে বলেন, ‘টিম মিটিংয়ে প্রত্যেকটা প্লেয়ারের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট নিয়ে আলোচনা হয়। আমাদেরটাও হয়েছে। সবাই সবার কাজটা ঠিক ভাবে করলে ভালো কিছু হওয়া সম্ভব।’

নতুন দলে যোগদানের ব্যাপারে অনুভূতি জানতে চাওয়া হলে কায়েস বলেন, ‘আমি যখন একটা টিমে চার পাঁচ বছর খেলেছি কুমিল্লায়, সেখান থেকে আরেকটা টিমে যখন আসবো নতুন একটা এনভাইরনমেন্ট থাকবে। আমরা লোকাল প্লেয়াররা একসঙ্গেই খেলি এদিক দিয়ে কোনো চেঞ্জ নাই। দুই-একটা ম্যাচ খেললে আমরা আরও প্রোপার ভাবে মানিয়ে নিতে পারবো। ইউনিটিটা আরও স্ট্রং হবে।’

 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড :

দেশি ক্রিকেটার : মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলি, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দীকি।

বিদেশি ক্রিকেটার: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রিয়াদ এমরিত, রায়ার্ন বার্ল ও ইমাদ ওয়াসিম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »