নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ১২ আগস্ট এই দল ঘোষনা করা হয়েছে। ধারা করা হচ্ছে এটাই বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড। হয়তো দুই একট জায়গায় পরিবর্তন আসতে পারে। তাই বলাই যায় মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার সম্ভাবনাই বেশি।
বিসিবি পরিচিালক তানভীর আহমেদ টিটু জানিয়েছেন রিয়াদকে নিয়ে আর আলোচনা না করাটাই ভালো। এটা এখন আলোচনার বিষয়টা নয়। শুক্রবার (১৮ আগস্ট) বিষয়টি সংবাদ মাধ্যমে জানিয়েছেন তিনি।
টিটু বলেন, ‘ইতোমধ্যে রিয়াদের ব্যাপারে আমাদের চীফ সিলেক্টর বলেছেন। ক্রিকেট বোর্ড নিজেদের মতো কাজ করে, প্লেয়ারদের তৈরি করা থেকে শুরু করে তাদের খেলানো। জিরো লেভেল গ্রাউন্ড থেকে একদম টপ লেভেল পর্যন্ত যেভাবে একটা প্রসেসের মধ্যে চলে একটা বোর্ড, সে প্রসেসের ওপরই কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করা হয়। মাহমুদউল্লাহ রিয়াদের ক্ষেত্রে যা হয়েছে, এটা আসলে ওভাবে আলোচনায় আসার মতো কোনো বিষয় নয়। আমার কাছে মনে হয়, যার শুরু আছে তার একটা সময় শেষও আছে।’
তিনি আরও বলেন, ‘প্রত্যেক প্লেয়ারই একটা সময় ন্যাশনাল টিমে অন্তর্ভূক্ত হয়, আবার একটা সময় দল থেকে বাদ পড়ে। এটা একটা প্রসেসের মধ্য দিয়ে চলে। এটিও সেরকমই একটা অংশ। টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে বিশ্বকাপে একটা ব্যাকআপ প্লেয়ার দরকার; কেউ ইনজুরড হলে তার স্থলাভিষিক্ত করার জন্য যদি সেখানে রিয়াদকে রাখা দরকার, তখন হয়তো অবশ্যই রাখবে।’
আরএ/নিউজক্রিকেট২৪