https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্রিকেট মাঠে ভক্তদের প্রবেশ নতুন নয়। হুট করেই প্রিয় ক্রিকেটারদের কাছে ছুটে গিয়ে নিজের ভালোবাসা প্রকাশের এই ধারা চলে আসছে বহু আগে থেকেই। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভক্তদের মাঠে প্রবেশ করার ব্যাপারে এবার বেশ কঠোর হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা।
গত শুক্রবার চট্টগ্রাম টেস্টে মাঠে ঢুকে পড়েন সাকিব আল হাসানের এক পাগলা ভক্ত। মাঠেই সাকিবকে ফুল দিয়ে নিজের ক্রিকেটারের প্রতি নিজের আবেগ প্রকাশ করেন। পাড় ক্রিকেট ভক্ত ফয়সাল এবার বেশ বেকায়দায়ই পড়েছেন এমন কাণ্ড করে।
ওই ক্রিকেট ভক্তের মাঠে প্রবেশের পর দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হ্যেছে তো বটেই উত্তম-মাধ্যম দিয়ে থানায় আটকেও রাখা হয়েছে তাকে। মাঠে অনধিকার প্রবেশ ও খেলোয়াড়দের মধ্যে ভীতি তৈরির দায়ে মামলা করা হয় তার নামে।
এখানেই শেষ নয়, ৭ সেপ্টেম্বর আদালতে নেয়া হয় তাকে। সেখানে পুলিশ তার রিমান্ডের আবেদনও করে। কিন্তু সেদিন রিমান্ড মঞ্জুর না করায় আবারও ৮ তারিখ আদালতে নেয়া হবে ফয়সাল নামের এই ভক্তকে।
শেষ পর্যন্ত কি আছে সেই ফয়সাল নামের এই ভক্তের ভাগ্যে সেটা বলে দিবে সময়ই।