সাকিব শাওন »
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের সকল দেশেই এখন ক্রিকেট স্থগিত রয়েছে। এ অবস্থার ফলে ক্রিকেট না থাকাই ম্যাচের রেকর্ডের খাতাও থমকে রয়েছে। এমন অবস্থার মধ্যে ফিরে দেখা যাক ক্রিকেটের সবচেয়ে আলোড়ন তৈরী করা সাথে সমালোচিত প্রযুক্তি ডিসিশন রিভিউ সিস্টেমে।
বিগত শেষ পাঁচ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৩০০ রিভিউ নিয়েছে ক্রিকেটাররা। আর এই পাঁচ বছরে ডিআরএসে সবচেয়ে সফল ব্যাটসম্যান হচ্ছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। তার নেয়া ১০টি সিদ্ধান্তের মধ্যে ৭টিই সফলতার মুখ দেখেছে। দুই নম্বরে নিজের নাম ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা। আমলার নেয়া ১৩টি রিভিউয়ের মধ্যে ৯টি সফল হয়েছে। তিন নম্বরে যৌথভাবে রয়েছেন মুশফিকুর রহিম এবং মঈন আলী। মুশফিকের নেয়া ১৩টি রিভিউ মধ্যে ৭টিই সফল হয়েছে। ব্যর্থ হয়েছে ৪টি।
করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের সকল দেশেই সব ধরণের খেলাধুলার ইভেন্ট স্থগিত রয়েছে। মাঠে খেলা নেই তাই এই সুযোগে খেলোয়াড়রা বাসাতেই অবস্থান করছেন পরিবারের সঙ্গে। খেলোয়াড়রা এই অবসর সময়ে বাসার মধ্যেই ফিটনেসের কথা মাথায় রেখে নিয়মিত শারীরিক ব্যায়াম করছেন এবং সেইসব ব্যায়ামের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।