রা‌সে‌লের ব্যা‌টে বি‌পিএ‌লের সব‌চে‌য়ে বড় ছয়!

শোয়েব আক্তার »

শেষ হ‌লো বাংলা‌দেশ প্রি‌মিয়ার ল‌ীগ বা বি‌পিএ‌লের সপ্তম আসর যেখা‌নে খুলনা টাইগার্স কে ২১ রা‌নে হা‌রি‌য়ে চ্যা‌ম্পিয়ন রাজশাহী রয়্যালস।

দ্বিতীয় কোয়া‌লিফায়া‌রে বাঁচা মরার ম্যা‌চে অনবদ্য এক হাফ সেঞ্চু‌রি ক‌রে দল‌কে ফাইনা‌লে তু‌লে‌ছি‌লেন। এবার ফাইনা‌লেও ব্যা‌টে ব‌লে সমান পারফর্ম ক‌রে রাজশাহী কে প্রথমবা‌রের ম‌তো চ্যা‌ম্পিয়ন ক‌রেই ছাড়‌লেন আন্দ্রে রা‌সেল।

টি-টোয়েন্টি তে পাওয়ার হি‌টিং এর জন্য বি‌শ্বের সব ফ্যাঞ্চাই‌জি লী‌গে কদর আন্দ্রে রা‌সে‌লের। বি‌পিএ‌লে ও গুরুত্বপূর্ণ ম্যাচ দু‌টি‌তে পারফর্ম ক‌রে নিজের জাত আবারও চেনা‌লেন তি‌নি।

বঙ্গবন্ধু বি‌পিএ‌লের ফাইনা‌লে দূর্দান্ত ইনিংস খেলার প‌থে নতুন রেকর্ড গ‌ড়ে‌ছেন দ্যা হিট ম্যান। বি‌পিএ‌লের এবা‌রের আস‌রের সব‌চে‌য়ে বড় ছক্কার রেকর্ড এখন তাঁর দখ‌লে।

মাত্র ১৬ বলে অপরাজিত ২৭ রা‌নের ইনিং‌সে তিনটি বিশাল ছয়ের মার ছিলো। মোহাম্মদ আমি‌রের করা ইনিং‌সের ১৯তম ওভা‌রের তৃতীয় ব‌লে ডিপ মিড উইকেট দি‌য়ে ১১৫ মিটা‌রের বিশাল ছয় হাঁকান তি‌নি যা টুর্ণা‌মে‌ন্টে স‌র্বোচ্চ দুরত্ব অতিক্রম করা ছয়।

সব‌চে‌য়ে দীর্ঘ ছয় হাঁকা‌নোর তা‌লিকার দুই নম্বরে আছেন চট্রগ্রাম চ্যা‌লেঞ্চার্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর ছক্কার দৈর্ঘ্য ছিলো ১১৩ মিটার। ১১০ মিটারের ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে আরেক চট্রগ্রাম চ্যা‌লেঞ্জা‌র্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। আর এই তালিকার ৪র্থ ও ৫ম স্থানে আছেন যথাক্র‌মে ডেউইড মালান ও রাই‌লি রুশো। তাঁ‌দের ছ‌য়ের দৈর্ঘ্য যথাক্রমে ১০৯ ও ১০৮ মিটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »