রায়না দলের সঙ্গে যায় না, দাবি চেন্নাইয়ের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাননি ‘মিস্টার আইপিএল’ খ্যাত সুরেশ রায়না। নিলামে রায়নার পুরানো দল চেন্নাই সুপার কিংসও আগ্রহ দেখায়নি তার প্রতি। এবার রায়নাকে পুনরায় দলে না ভেড়ানোর কারণ জানালেন দলটির এক শীর্ষস্থানীয় কর্তা।

আইপিএলের শুরু থেকেই (২০০৮ সাল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়না। মাঝে দুই বছর (২০১৬ ও ২০১৭ মৌসুম) যখন আইপিএল থেকে চেন্নাই নিষিদ্ধ ছিল, তখনই কেবল গুজরাট লায়ন্সের হয়ে মাঠে নামেন তিনি।

আইপিএলে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রানও সংগ্রহ করেছেন বাঁহাতি এই ব্যাটার। হলুদ জার্সিতে ২০৫ ম্যাচে পাঁচ হাজার ৫২৮ রান করেছেন তিনি।

তাকে দলে না নেয়া প্রসঙ্গে চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ বলেন,”শেষ ১২ বছর রায়না আমাদের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিল। অবশ্যই তাকে ছাড়া চিন্তা করা আমাদের জন্য কঠিন ছিল। একইসাথে আপনাকে এটাও বুঝতে হবে যে দলের কম্বিনেশনে ইনফর্ম ক্রিকেটার থাকা জরুরি। এ কারণে রায়না এই দলের সঙ্গে যায় না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »